১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার মডেল টেস্টঃ ০২

পূর্ণমানঃ ১০০ㅤㅤㅤㅤㅤসময়ঃ ১ ঘণ্টাㅤㅤㅤㅤㅤপাশ মার্কঃ ৪০

[প্রতিটি ভুল উত্তর এর জন্য ০.২৫ মার্ক কাটা যাবে]

সবুজ রঙের টেক্সট সঠিক উত্তর এবং লাল রঙের টেক্সটগুলো ভুল উত্তর নির্দেশ করে

[বাংলা = ২৫]

০১: ‘ক্ষুধিত পাষাণ’ কোন সমাস?



০২: রবীন্দ্রনাথের ‘সোনার তরী’ কবিতা কোন ছন্দে রচিত ?



০৩) নিচের কোনটি শরৎচন্দ্র চট্রোপাধ্যায়ের ছদ্মনাম?



০৪) কোনটি ঐতিহাসিক নাটক?



০৫) কোনটি উইলিয়াম কেরির রচনা?



০৬) ‘যেখানে ফ্রি থিংকিং নেই সেখানে কালচার নেই’- উক্তিটি কোন লেখকের লেখা প্রবন্ধে পাওয়া যায়?



০৭) ‘অন্যপুষ্ট’ কোন পাখিকে বলা হয়?



০৮) কোনটি শুদ্ধ বানান?



০৯) ণ-ত্ব বিধি সাধারণত কোন শব্দে প্রযোজ্য?



১০) ’সংস্কৃতির রূপান্তর’ গ্রন্থটির রচয়িতা কে?



১১) পদাবলী লিখেছেন_



১২) কোন শব্দটি বহুব্রীহি সমাসে নিষ্পন্ন?



১৩) বাগধারা ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?



১৪) মহাপ্রাণ ধ্বনি কোনটি?



১৫) ‘সান্ত’ এর বিপরীত শব্দ কোনটি?



১৬) ‘ঠোঁট কাটা’ বলতে বোঝায়_



১৭) ‘যা কিছু হারায় গিন্নী বলে, কেষ্টা বেটাই চোর’_এই বাক্যে হারায় কোন ধাতু?



১৮) বাংলা একাডেমীর ইংরেজি বাংলা অভিধানের প্রধান সম্পাদক কে?



১৯) মৌলিক শব্দ কোনটি?



২০) কোন বাক্যে সমুচ্চয়ী অব্যয় ব্যবহৃত হয়েছে?



২১) ‘আলোয় আঁধার কাটে’_এই বাক্যের ‘আলোয়’ কোন কারকে কোন বিভক্তি?



২২) রবীন্দ্র -এর সন্ধি বিচ্ছেদ কী?



২৩) ‘আনোয়ারা’ উপন্যাসের রচয়িতা কে?



২৪) ‘বাংলা একাডেমী’ প্রতিষ্ঠিত হয় কোন সালে?



২৫) বাংলা ভাষায় প্রথম প্রকাশিত পত্রিকার নাম কী?



[সাধারন জ্ঞান = ২৫]

২৬) মংলা বন্দরের কার্যক্রম শুরু হয় কত সালে? ?



২৭) বাংলাদেশের কৃষি দিবস-



২৮) সর্বপ্রথম যে উফশি ধান এদেশে চালু হয়ে এখনও বর্তমান রয়েছে তা হেলো –



২৯) যে সর্বোচ্চ শ্রুতি সীমার মানুষ বধির হতে পারে তা হচ্ছে-



৩০) পিপড়ার কামড়ে জ্বালা করে নিচের কোন রাসায়নিক পদার্থের কারণে?



৩১) ঘূর্ণিঝড় মিধিলি (Midhili) আঘাত হানে কবে?



৩২) সাত বীরশ্রেষ্ঠর স্মরণে নির্মিত ভাস্কর্য ‘আমরা তোমাদের ভুলব না’ কোথায় অবস্থিত?



৩৩) ১৩ নভেম্বর ২০২৩ পর্যন্ত গেজেটভুক্ত বীরাঙ্গনা মুক্তিযোদ্ধার সংখ্যা কত?



৩৪) আল জাজিরা টিভি চ্যানেলের মূলকেন্দ্র কোথায়?



৩৫)‘পলমল’ কী?



৩৬) ITLOS-এর রায়ে বাংলাদেশের সমুদ্র উপকূলের দৈর্ঘ্যের কথা বলা হয়েছে-?



৩৭) Operation Desert Storm বলতে কোন যুদ্ধকে বোঝায়?



৩৮) বাংলাদেশের জলবায়ু কি ধরনের?



৩৯) যুক্তরাষ্ট্রের জাতীয় প্রতীক কি ?



৪০) বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি?



৪১) কোর্ট অব রেকর্ড বলা হয় কাকে?



৪২) সূর্যের ভর সৌরজগতের মোট ভরের কত শতাংশ?



৪৩) পৌরসভার জলে কোন রাসায়নিক মেশানো থাকে?



৪৪) “ল্যান্ড অফ হোয়াইট অর্কিড” নাম অভিহিত করা হয় কোন স্থানকে?



৪৫) এদেশের নাম বাংলাদেশ করা হয় কবে?



৪৬) বাংলাদেশের জাতীয় দিবস কয়টি?



৪৭) ঢাকা মেট্রোরেলের ব্যবস্থাকে কী বলা হয়?



৪৮) আকু হচ্ছে একটি___



৪৯) বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ড -?



৫০) পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণে আন্দোলন শুরু হয়েছিল____



[ইংরেজি = ২৫]

৫১) ELUCIDATE is the synonym of?



৫২) Which one is the right in use.



৫৩) Ashma run fast lest she _ miss the train.



৫৪) The police are looking _ the case.



৫৫) Change the voice : His conduct annoyed me.



৫৬) Find out the adjective-



৫৭) Which spelling is correct?



৫৮) Syntax means__



৫৯) ‘Come here’ choose correct indirect speech-



৬০) Out and out means__?



৬১) Meaning of ‘Referendum’ is__



৬২) What is the meaning of the word 'intrepid'?



৬৩) Correct sentence?



৬৪) What is an antonym of ‘revoke’?



৬৫) The Wasteland is written by?



৬৬) Select the right one. Nurses attend___patient?



৬৭) First language means_



৬৮) Antonym of “Circuitous” is_?



৬৯) What is the verb of the world "antagonism"?



৭০) Choose the pair of words that expresses a relationship similar to that of the given pair : Heart : human?



৭১) What does ISP stand for?



৭২) Blue Chips are-



৭৩) Find the correct use of with_



৭৪) Correct spelling –



৭৫) Neither rini nor simi ————qualified for the job?



[গনিত = ২৫]

৭৬) √১৭ এর মান দুই দশমিক ভগ্নাংশ পর্যন্ত নির্ণয় করো?



৭৭) √2-1 এর মান কত?



৭৮) |x|=√2 নিচের কোনটি ?



৭৯) নিচের কোনটি ক্ষুদ্রতম সংখ্যা?



৮০) y=3x+2, y= -3x+2 এবং y=-2 দ্বারা গঠিত জ্যামিতিক চিত্রটি কি?



৮১) কোন লঘিষ্ঠ সংখ্যার সঙ্গে ৩ যোগ করলে যোগফল ২৪, ৩৬ এবং ৪৮ দ্বারা বিভাজ্য হবে?



৮২) ৬০ জন ছাত্রের মধ্যে ৪২ জন ফেল করল পাসের হার কত?



৮৩) ০.১ এর বর্গমূল কত?



৮৪) মে মাসের দৈনিক বৃষ্টিপাতের গড় ০.৬৫ সেমি ছিল। ঐ মাসের মোট বৃষ্টিপাতের পরিমাণ কত?



৮৫) x+y=7 এবং xy=10 হলে (x-y)² এর মান কত?



৮৬) ৭২ সংখ্যাটির মোট ভাজক আছে-



৮৭) যদি y-9 = 14 হয়, তবে y+21 = কত?



৮৮) x ও y-এর মানের গড় ৯ এবং z=১২ হলে, x,y এবং z-এর মানের গড় কত?



৮৯) কোন ভগ্নাংশটি ২/৩ থেকে বড় ?



৯০) ƒ(x)=3x+4/x-5 হলে ƒ(⅓) = কত?



৯১) a⁴+a²b²+b⁴এর একটি উতপাদক a²+ab+b² হলে অপর উতপাদক কত?



৯২) 9ײ-(2x-3y)²=?



৯৩) যদি x=y=2z এবং x.y.z=256 হয়,তবে x=?



৯৪) দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ১৯৯ হলে বড় সংখ্যাটি কত?



৯৫) log40-3log2 এর মান কত?



৯৬) যদি Q/P=1/4 হয় তবে (P+Q)/(P-Q) এর মান-



৯৭) বাতাসে অক্সিজেনের পরিমান ২১% হলে ৮৪০ লিটার অক্সিজেন পেতে কত লিটার বাতাস প্রয়োজন?



৯৮) (2+x)+3=3(x+2)হলে x এর সমান মান কত?



৯৯) একটি ত্রিভুজাকৃতি মাঠের বাহুগুলর দৈরঘ্য যথাক্রমে 20m,21m এবং 29m হলে আর ক্ষেত্রফল কত?



১০০) যদি f(x)=(2x+5)/(x-3) হয় ,তবে f(6)=কত?



0 Comments for "১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার মডেল টেস্টঃ ০২"