নবম ও দশম শ্রেণির পদার্থ বিজ্ঞান MCQ TEST ৫ম অধ্যায়

পূর্ণমানঃ ৩০ㅤㅤㅤㅤㅤসময়ঃ ৩০ মিনিটㅤㅤㅤㅤㅤপাশ মার্কঃ ২২

সবুজ রঙের টেক্সট সঠিক উত্তর এবং লাল রঙের টেক্সটগুলো ভুল উত্তর নির্দেশ করে

০১: ঘনত্বের একক কি?



০২: 400 gm ভরের একটি 400 cm3 আয়তনের বস্তুকে পানিতে ছেড়ে দিলে কি হবে?



০৩) প্লাজমা অবস্থার বড় উৎস?



০৪) নিচের কোনটি প্লবতা?



০৫) বাসা বাড়িতে আইপিএসের ব্যাটারিতে এসিডের ঘনত্ব পরিমাপে ব্যবহৃত হয়-



০৬) কোন তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে কম?



০৭) মানুষ বেশি উচ্চতায় উঠলে- i. শ্বাস প্রশ্বাসে আরাম হয় ii. শ্বাস প্রশ্বাসে কষ্ট হয় iii. নাক দিয়ে রক্ত পড়তে পারে নিচের কোনটি সঠিক??



০৮) ব্যারোমিটারে পারদ স্তম্ভের উচ্চতা ধীরে ধীরে বাড়তে থাকলে আবহাওয়া কেমন হবে?



০৯) 1 m3 আয়তনের কঠিন বস্তুকে পানিতে ডুবালে তার উপর প্লবতার মান?



১০) স্থির তরলে কোনো বস্তু ছেড়ে দিলে বস্তুটির উপর একইসাথে কয়টি বল ক্রিয়া করে?



১১) সমুদ্র সমতলে বায়ুর সাধারণ চাপ কত পারদ স্তম্ভের চাপের সমান?



১২) পীড়ন ও বিকৃতির অনুপাতকে কি বলে?



১৩) ছোটো ও বড় পিস্টনের ব্যাসের অনুপাত 1:5, ছোটো পিস্টনে 2N বল প্রয়োগ করলে বড় পিস্টনে প্রযুক্ত বল কত হবে?



নিচের উদ্দীপকটি খেয়াল কর এবং ১৪ ও ১৫ প্রশ্নের উত্তর দাও। 55 kg ভরের এক ব্যক্তি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। তার জুতার তলার ক্ষেত্রফল 0.02 m2 এবং জুতার ভর 200 gm.
১৪) লোকটি ওজন কত?



১৫) জুতার উপর কি পরিমাণ চাপ পড়বে?



১৬) পানি বরফে পরিণত করা হলে এর আয়তন কিরূপ পরিবর্তন হবে?



১৭) 1 m দৈর্ঘ্য 1 m প্রস্থ ও 1 m উচ্চতা বিশিষ্ট একটি পাত্র পানি দ্বারা পূর্ণ করলে সেই পানির ভর হবে?



১৮) বস্তুর ঘনত্ব তরলের ঘনত্বের চেয়ে কম হলে কি ঘটবে?



১৯) এভারেস্টের চূড়ায় বায়ুর চাপ সমুদ্র পৃষ্ঠের বায়ু চাপের তুলনায় কত কম ?



২০) 1 Nm-2 = ?



২১) একটি ধারালো ছুরি দিয়ে সহজেই কোনো বস্তু কাটা যায়, কারণ-



২২) সম আয়তনের মধুভর্তি জগ ও পানিভর্তি জগের মধ্য কোনটিকে বেশি ভারি মনে হবে?



২৩) তরল বা বায়বীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত কোনো বস্তুর উপর তরল বা গ্যাস লম্বভাবে যে উর্ধ্বমুখী বল ক্রিয়া করে তাকে কি বলে?



২৪) কোন তলে স্থির অবস্থায় থেকে প্রবাহী তার প্রতি একক ক্ষেত্রফলে লম্বভাবে যে বল প্রয়োগ করে তাকে কি বলে?



২৫) প্লবতার মান নির্ভর করে?



২৬) বস্তুর উপর প্লবতা কোনদিকে ক্রিয়া করে?



২৭) টরিসেলির পরীক্ষার সাহায্যে কি পরিমাপ করা যায়?



২৮) প্যাসকেলের সূত্র কোন পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য?



২৯) ব্যারোমিটারের পারদ স্তম্ভের উচ্চতা- i. ধীরে ধীরে কমতে থাকলে বোঝা যাবে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ ধীরে ধীরে বাড়ছে। ii. ধীরে ধীরে বাড়তে থাকলে বুঝতে হবে বায়ুমন্ডল থেকে জলীয় বাষ্প অপসারিত হচ্ছে iii. খুব কমে গেলে বুঝতে হবে চারিদিকে বায়ুমন্ডলের চাপ সহসা বেড়ে গেছে। নিচের কোনটি সঠিক?



৩০) স্থিতিস্থাপক সীমার মধ্যে- i. পীড়ন বিকৃতির সমানুপাতিক ii. পীড়ন ও বিকৃতির অনুপাত ধ্রুব iii. পীড়ন বিকৃতির ব্যাস্তানুপাতিক নিচের কোনটি সঠিক?



0 Comments for "নবম ও দশম শ্রেণির পদার্থ বিজ্ঞান MCQ TEST ৫ম অধ্যায়"