নবম ও দশম শ্রেণির বিজ্ঞান MCQ TEST ৩য় অধ্যায়

পূর্ণমানঃ ৩০ㅤㅤㅤㅤㅤসময়ঃ ৩০ মিনিটㅤㅤㅤㅤㅤপাশ মার্কঃ ২২

সবুজ রঙের টেক্সট সঠিক উত্তর এবং লাল রঙের টেক্সটগুলো ভুল উত্তর নির্দেশ করে

উদ্দীপকটি পড়ে ০১ ও ০২ নং প্রশ্নের উত্তর দাও : অভি রাস্তায় একটি আঘাতপ্রাপ্ত ব্যাঙ দেখল। ব্যাঙটির দেহ থেকে লাল রঙের এক ধরনের তরল পদার্থ ঝরছিল।
০১: অভির দেখা উক্ত পদার্থটির নাম কী?



০২: উক্ত পদার্থটি লাল বর্ণের হয়- i. হিমোগ্লোবিন উপস্থিত থাকায় ii. ক্লোরোফিল উপস্থিত থাকায় iii. লৌহঘটিত প্রোটিন জাতীয় পদার্থ থাকায়?



উদ্দীপকটি পড়ে ০৩ ও ০৪ নং প্রশ্নের উত্তর দাও : শিশু অবস্থা থেকেই মুহিবের রক্তশূন্যতা। তার প্রতি তিন মাস অন্তর রক্ত সঞ্চালনের প্রয়োজন হয়। ডাক্তার বলেছে এটি একটি বংশগত রোগ।
০৩) মুহিব কোন রোগে আক্রান্ত?



০৪) অ্যাওটা থেকে রক্ত বিভিন্ন ধমনি ও শাখা ধমনির মাধ্যমে কলাকোষকে— i. পুষ্টিদ্রব্য সরবরাহ করে ii. CO2 সরবরাহ করে iii. O2 সরবরাহ করে?



০৫) রক্ত মানুষের দেহের মোট ওজনের প্রায় কত শতাংশ?



০৬) কোনগুলো রেচন পদার্থ?



০৭) হরমোন, এনজাইম, লিপিড প্রভৃতি দেহের বিভিন্ন অংশে পরিবহন করে কোনটি?



০৮) রক্তে অক্সিজেন পরিবাহিত হয় কোন যৌগ হিসেবে?



০৯) কোনটি বাইকার্বনেট আয়ন হিসেবে ফুসফুসে পরিবাহিত হয়?



১০) রক্তে দ্রবীভূত প্রতিরক্ষামূলক জৈব পদার্থ কোনটি?



১১) Red Blood Cell কোথায় উৎপন্ন হয়?



১২) কোনটির লোহিত রক্ত কণিকায় নিউক্লিয়াস অনুপস্থিত?



১৩) প্রাপ্ত বয়স্ক সুস্থ পুরুষ মানুষের রক্তে প্রতি ঘনমিলিমিটারে লোহিত রক্তকণিকার সংখ্যা কত?



১৪) শিশুদের প্রতি ঘনমিলিমিটার রক্তে লোহিত রক্তকণিকার সংখ্যা কত?



১৫) কোন মেরুদণ্ডী প্রাণীদের লোহিত রক্তকণিকা উৎপন্ন হওয়ার পর রক্তরসে আসার পূর্বেই নিউক্লিয়াসবিহীন হয়ে যায়?



১৬) অনুচক্রিকার গড় আয়ু কত দিন?



১৭) কোনটি রক্তরসে নিজেরাই চলাচল করতে পারে?



১৮) এলার্জি প্রতিরোধ করতে সহায়তা করে কোন কণিকা?



১৯) গুরু মস্তিষ্কের রক্ত নালিকায় রক্ত জমাট বাঁধলে তাকে কী বলে?



২০) কোন রোগে নির্দিষ্ট সময় অন্তর রক্ত সঞ্চালনের প্রয়োজন হয়?



২১) কোন আয়নের উপস্থিতিতে প্রোথ্রম্বিন ক্রিয়া করে থ্রম্বিন উৎপন্ন করে?



২২) সাইটোপ্লাজমের দানার ওপর ভিত্তি করে শ্বেত কণিকা কত রকমের?



২৩) WBC কোন প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে?



২৪) হিস্টামিন এর কাজ কোনটি?



২৫) একজন পূর্ণবয়স্ক সুস্থ মানুষের রক্তে সিরাম ক্রিয়েটিনিনের স্বাভাবিক মাত্রা কত?



২৬) পূর্ণবয়স্ক স্ত্রীলোকের দেহে হিমোগ্লোবিন কী পরিমাণ থাকে?



২৭) মানুষের রক্তে প্রতি ঘনমিলিমিটারে শ্বেত রক্তকণিকার সংখ্যা ৫০,০০০-১,০০০,০০০ হলে সেই অবস্থাকে কী বলে?



২৮) অ্যান্টিজেনকে প্রতিরোধের জন্য দেহে কোনটি তৈরি হয়?



২৯) কোন গ্রুপের রক্ত অন্য তিন গ্রুপের রক্তকে জমাট বাঁধিয়ে দেয়?



৩০) শ্বেত রক্তকণিকার কোষগুলো i. হিমোগ্লোবিনবিহীন ii. রক্তরসের মধ্য দিয়ে চলতে সক্ষম iii. অসুস্থ দেহে সংখ্যায় বেশি থাকে?



0 Comments for "নবম ও দশম শ্রেণির বিজ্ঞান MCQ TEST ৩য় অধ্যায়"